
ক) হযরত শাহজালাল (র)-এর অন্যতম সফর সঙ্গী হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (র:) এবং অন্যতম পীরে কামিল হযরত মোবাশ্বির আলী (র:)-এর নামানুসারে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়।
খ) ০১/০১/১৯৫৯ ইং তারিখে সভার সিদ্ধান্ত মোতাবেক ধর্মীয় শিক্ষা বিস্তারের লক্ষ্যে প্রতিষ্ঠান টি চালু করা হয়।
গ) অনুমতি/ স্বীকৃতি সংক্রান্ত তথ্য: দাখিল স্তরের ১ম স্বীকৃতি: ০১/০৭/১৯৬৩ খ্রিস্টাব্দ এবং আলিম স্তরের ১ম স্বীকৃতি: ২০/০১/১৯৭১ খ্রিস্টাব্দ থেকে অত্র মাদ্রাসাটি অধ্যবদি পর্যন্ত স্বীকৃতি আছে এবং ধারাবাহিকভাবে সফলতার সাথে সুনাম বজায় রেখেছে।